১৭ জেলায় ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত

 

 

স্টাফ রিপোর্টার: বন্যাকবলিত১৭টি জেলায় ব্যবসা পরিচালনাকারী ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোকেঋণগ্রহীতার কাছ থেকে ন্যূনতম দু মাসের কিস্তি আদায় না করার নির্দেশ দিয়েছেমাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি।এসব মধ্যে রয়েছে-কুড়িগ্রাম, নিলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জ।গতকাল সোমবার মাইক্রোক্রেডিটরেগুলেটরি অথোরিটি দেশের সব সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানেরপ্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রতি এ নির্দেশনা পাঠিয়েছে।এতেবলা হয়েছে-বন্যার প্রকোপ, ক্ষতির পরিমাণ, গ্রাহকের আর্থিক অবস্থা ও ঋণপরিশোধের সক্ষমতা বিবেচনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকের কাছ থেকে বন্যাকালীন ওবন্যা পরবর্তী ন্যূনতম দু মাস বিদ্যমান ঋণের কিস্তি আদায় বন্ধ করতে হবে।নতুনভাবে অন্তর্বর্তী/দুর্যোগকালীন ঋণ প্রদানপূর্বক চলমান ঋণপুনঃতফসিলিকরণের কথাও বলা হয়েছে এ নির্দেশনায়।গ্রাহকদেরঋণ থাকা অবস্থায় শতভাগ সঞ্চয় উত্তোলনের সুবিধা প্রদান করতেও নির্দেশ দেয়াহয়েছে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে। নির্দেশনায়, প্রতিষ্ঠানের উদ্বৃত্ততহবিল/দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ক্ষতিগ্রস্ত সামর্থ্যহীন গ্রাহকেরজরুরি খাবার ও ওষুধ সরবরাহ এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে সহয়তা করতে বলাহয়েছে।