জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

মাথাভাঙ্গা মনিটর: আগামী আগস্টে জিম্বাবুয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজের তৃতীয় দেশটি হলো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। ইতোমধ্যেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আইসিসি ৱ্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে উঠে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কারণে আইসিসি ৱ্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও নবম স্থানে থাকা পাকিস্তানের মধ্যে সরাসরি লড়াই হবে। সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ওপরের দিকে থাকা সাতটি দেশ ও আয়োজক দেশ ইংল্যান্ড ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে। বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পাঁচ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। আগামী জুলাইয়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজে একটি ম্যাচও জিতলে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরো জোরালো করবে ৯৩ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ। তবে না জিতলে শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে সিরিজ ও জিম্বাবুয়ে-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে খেলবে ৮৭ পয়েন্ট নিয়ে নবন স্থানে থাকা পাকিস্তান। এ সিরিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নিজেদের অবস্থান নিশ্চিত করবে পাকিস্তান। অন্যদিকে জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ফলে ডেডলাইনর আগে ৮৮ পয়েন্ট নিয়ে ৱ্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে খেলবে।  বিশ্বকাপের পর এখন পর্যন্ত কোনো ওয়ানডে খেলেনি ক্যারেবিয়ানরা।