এগিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বসেরার লড়াইয়ে নামার আগে ব্রাজিলেরআত্মবিশ্বাসের পারদটা আরেক ধাপ বাড়ছে। গতকালবৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফাৱ্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এবারের বিশ্বকাপেরস্বাগতিকরা।গত মাসের ৱ্যাঙ্কিংয়েচতুর্থ স্থানে ছিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।তবে প্রথম দুস্থানে কোনো পরিবর্তন হয়নি, যথাক্রমে শীর্ষ দু দল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও তিনবারেরচ্যাম্পিয়ন জার্মানি। চতুর্থ স্থানে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।ৱ্যাঙ্কিংয়েএগিয়েছে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও,দু ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে লিওনেলমেসির দেশ। এছাড়া দু ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে সুইজারল্যান্ড।পিছিয়েছে লাতিনআমেরিকার দু দেশ উরুগুয়ে ও কলম্বিয়া। এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে আছে স্ট্রাইকার লুইসসুয়ারেসের দেশ উরুগুয়ে। আর চোটের কারণে বিশ্বকাপে যেতে না পারা রাদামেল ফ্যালকাওয়েরদেশ কলম্বিয়া তিন ধাপ পিছিয়ে আছে অষ্টম স্থানে।নবম স্থানেআছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি আর এক ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে সাবেক চ্যাম্পিয়নইংল্যান্ড।ৱ্যাঙ্কিংয়েপিছিয়েছে বাংলাদেশ। পাঁচ ধাপ পিছিয়ে ১৬৭তম স্থানে নেমে গেছে তারা।