আর্জেন্টিনার জয়ে গোল নেই মেসির

মাথাভাঙ্গা মনিটর: প্রীতি ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোকে ৩-০ গোলেহারিয়ে ব্রাজিল বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতির শুরুটা ভালোই হলো।তবে গোল পাননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। গত বুধবার বুয়েনস আইরেসে আর্জেন্টিনার গোল ৩টি করেছেন রদ্রিগো পালাসিও,হাভিয়ের মাসচেরানো ও ম্যাক্সি রদ্রিগেস।গোলপাননি,তবে আর্জেন্টিনার জয়টি মেসিময়ই ছিলো। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষেরখেলোয়াড়রা মেসির সাথে হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েন। তাদের মধ্যে একজনতোমেসিকে শ্রদ্ধা জানান মাথা নত করে।ম্যাচ শুরু হতেই অবশ্য এ‘শ্রদ্ধা’উবে যেতে থাকে। মেসিকে গোল-বঞ্চিত রাখতে সর্বাত্মক চেষ্টা করেত্রিনিদাদ ও টোবাগোর খেলোয়াড়রা। মেসির বারবার ফাউলের শিকার হওয়াই এরপ্রমাণ।এমন একটি ফাউল থেকেই প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন মেসি। কিন্তুতার নেয়া ফ্রি-কিকটি বারে লেগে ফিরে আসে। ফিরতি বল থেকে আর্জেন্টিনারদ্বিতীয় গোলটি করেন মাসচেরানো।এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পালাসিও। চোট পাওয়া গনসালো হিগুয়াইনের পরিবর্তে খেলতে নামেন তিনি।রদ্রিগেসেরকরা দলের তৃতীয় গোলেও অবদান ছিলো পালাসিওর। ইন্টারমিলানের এ ফরোয়ার্ডেরদারুণ এক পাসে কঠিন কোণ থেকে অসাধারণ এক গোল করেন নিওয়েলস ওল্ড বয়েসেরমিডফিল্ডার রদ্রিগেস।