আর্জেন্টাইন দলে মেসি-তেভেজ

 

মাথাভাঙ্গা মনিটর: গত মাসে কোপা আমেরিকায় বাজে ফর্ম স্বত্বেও সেপ্টেম্বরে বলিভিয়া ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টাইন দলে ডাক পেয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিয়নেল মেসি। কোচ জেরার্ডো মার্টিনোর বিবেচনায় তিনি এ ডাক পান। বিশ্বকাপের ফাইনালে জার্মানীর কাছে ১-০ গোলে পরাজিত হবার পরে কোপা আমেরিকার ফাইনালেও পেনাল্টিতে স্বাগতিক চিলির কাছে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হতে হয় আর্জেন্টিনাকে। সম্প্রতি ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ছেড়ে ঘরের ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেয়া স্ট্রাইকার কার্লোস তেভেজকেও ২৪ জনের দলের ডাকা হয়েছে। এ দলে আরো রয়েছেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইর তিন খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া, জেভিয়ার পাস্তোর এবং এজেকুয়েল লাভেজ্জি। কোপা আমেরিকায় না খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার রামিরো ফুনেস। রিভার প্লেটের হয়ে কোপা লিবারেটেডরস জয়ের কারনেই ফুনেসকে বিবেচনায় এনেছেন মার্টিনো।

ফিফা অনুমোদিত দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হাউস্টোনে এবং চারদিন পরে ড্যালাসে মেক্সিকোর মুখোমুখি হবে মেসি বাহিনী। এরপরপরই ৫ অক্টোবর বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের বিপক্ষে ২০১৮ সালের বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে আর্জেন্টিনা।