ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন রজার্স

 

মাথাভাঙ্গা মনিটর: মাইকেল ক্লার্কের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার শাদা পোশাকের ওপেনার ক্রিস রজার্স। চলতি অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট খেলে অবসরে যাবেন তিনি। ২০ আগস্ট ওভালে খেলতে নামবেন রজার্স। ৩১ আগস্ট ৩৯ এ পড়বেন তিনি। আর এ সময় এ বাঁহাতি ব্যাটসম্যান অবসরে যাবেন বলে জানিয়েছেন। টেস্টে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান রজার্স কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। শাদা পোশাকে তার অভিষেক হয় ২০০৮ সালে। পার্থে সে ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। আর ভারতের বিপক্ষেই শেষ করছেন ক্রিকেট ক্যারিয়ার। অভিষেকের পর রজার্স ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেন প্রায় ৫ বছর পর। ২০১৩ সালের পর থেকে অজিদের টেস্ট দলে নিয়মিত ওপেনার ছিলেন ২৪ টেস্ট খেলা রজার্স। ২৯৬টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে অংশ নেয়া এ ব্যাটসম্যানের রয়েছে ৭৩টি শতক আর ১১৬টি অর্ধশতক। অজিদের হয়ে টেস্টে ৪২.৮৬ গড়ে ৫টি শতক আর ১৪টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। টেস্টে তার ইনিংস সর্বোচ্চ রান ১৭৩, মোট রান ১৯৭২।