আম্পায়ারদের আলোচনা শুনতে পাবেন টিভি দর্শকরা

মাথাভাঙ্গা মনিটর: টিভি আম্পায়ার এবং মাঠের আম্পায়ারদের কথোপকথন সরাসরি টেলিভিশন দর্শকরা যাতে শুনতে পান সেই সিদ্ধান্ত নিয়েছেন আইসিসি। ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে এ ব্যবস্থা করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। মাঠের আম্পায়াররা টিভি আম্পায়ারের সাথে কী কথা বলেন তা জানার আগ্রহ দর্শকদের বহুদিনের। অবশেষে এই বিশ্বকাপেই সেই আশা পূরণ হবে তাদের।

আইসিসি জানিয়েছে, আগামী ১৮ থেকে ২৯ মার্চ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে সিদ্ধান্ত নেয়ার সময় টিভি আম্পায়ারের সাথে মাঠের আম্পায়ারদের কথোপকথন সম্প্রচার করা যাবে। রান আউটের সিদ্ধান্ত, খেলোয়াড়দের রিভিউ বা অন্যান্য বিষয়ে মাঠের আম্পায়াররা থার্ড আম্পায়ারের সাথে যে পরামর্শমূলক কথা বলবেন, তা সরাসরি শোনানো হবে টিভি ধারাভাষ্যে। গত নভেম্বরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার একটি ওয়ানডে ম্যাচে ব্যাপারটা পরীক্ষা করে দেখা হয়েছিলো। এবার ক্রিকেটের সেরা আসরেও তার প্রয়োগ ঘটতে যাচ্ছে।