বিশ্বকাপ শেষ ইরফানের

মাথাভাঙ্গা মনিটর: আয়ারল্যান্ডের ম্যাচেই ছিলেন না দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান। যদিও ওই ম্যাচে ইরফানের অনুপস্থিতি টের পেতে দেননি রাহাত আলী, সোহাইল খান ওহাব রিয়াজরা। আগের ম্যাচে ইরফানের প্রয়োজনীয়ত টের না পেলেও অস্ট্রেলিয়া ম্যাচে তাকে বড্ড প্রয়োজন বলছে টিম ম্যানেজমেন্ট। ঠিক এমনই এক মুহুর্তে দুঃসংবাদটা পেলই পাকিস্তান। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তাদের অন্যতম বোলিং ভরসা মোহাম্মদ ইরফানের। গতকাল পাকিস্তান দলের ফিজিও ব্র্যাড রবিনসন এক বিবৃতিতে জানান, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইরফান।