অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

মাথাভাঙ্গা মনিটর: অলিম্পিক থেকে রাশিয়াকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। গত শুক্রবার তাদের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে। ডোপ কেলেংকারির জন্য তাদের সাময়িক নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়ার সকল এথলেটদের ওপর অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা থাকবে। তারা কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এমনকি ২০১৬ সালের ব্রাজিল অলিম্পিকেও তাদের ওপর এ নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।

আইএএএফ’র প্রেসিডেন্ট সিবাস্তিয়ান কো বলেন, এটা খুবই লজ্জার বিষয়। এবং এ ধরনের প্রতারণা সহ্য করা হবে না। আমরা খুবই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি। রাশিয়াকে বাদ দেয়ার বিষয়ে ভোট নেয়া হয়। ২৪টি ভোট রাশিয়াকে নিষিদ্ধ করার পক্ষে পড়ে। রাশিয়াকে কোনো ভোট দিতে দেয়া হয়নি। তবে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী জানান, এটা একটা সাময়িক সমস্যা। তবে এটা সমাধান সম্ভব।