৪ বোনের বাড়ি উচ্ছেদ করে চাষাবাদের অভযেোগ

জীবননগর হাসাদাহে ভাইদের কাণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগর হাসাদাহে পৈতৃক ভিটায় বসবাসকারী বোনদের বাড়ি-ঘর ভেঙে দিয়ে দখল করা হয়েছে। দখলের পর ভিটেই নাঙল দিয়ে শুরু করা হয়েছে চাষাবাদ। রাতের আঁধারে সশস্ত্র ভাড়াটিয়া দুর্বৃত্তরা দিয়ে ভাইয়েরা তাদের বোনদের ভিটেবাড়ি কেবল গুঁড়িয়ে দিয়েই ক্ষান্ত হননি। ওই জমি থেকে মুছে ফেলা হয়েছে বসবাসের সকল চি‎হ্ন। এ ঘটনায় হামলার শিকার বোন ছাইরা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেন বলে অভিযোগ উঠেছে। এদিকে দুর্বৃত্তরা মামলা তুলে নিতে হুমকিধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ার মৃত মান্নান মণ্ডলের মেয়ে ছাইরা খাতুন ও তার ৩ বোন পৈতৃক সম্পত্তির ভাগ নিতে ভাইদের কাছে যায়। তারা বোনদের সম্পত্তির ভাগ দিতে গড়িমসি করলে তারা হাসাদাহ ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় ইউপি সদস্যরা উভয়পক্ষের শুনানি শেষে একটি অপস-মীমাংসা করে। পরবর্তীতে ছাইরা খাতুন ও তার বোনেরা পৈতৃক জমিতে বাড়ি-ঘর তৈরি করে বসবাস শুরু করে। গত ১৬ নভেম্বর গভীর রাতে ভাই আব্দুল ওহাব ও আব্দুস সালামের নেতৃত্বে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালিয়ে বসতবাড়ির গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় ছাইরা খাতুন অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় জামিনে বের হয়ে এসে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় ভাই আব্দুল ওহাব ও আব্দুস সালামের নেতৃত্বে আব্বাস উদ্দীন, মাসুম, মতিয়ার, মনির হোসেন, শাহাবুল, লালন ও আলম সশস্ত্র অবস্থায় বসতবাড়ি ভাঙচুর করে জমি দখল করে নেয়। এরপর তারা ওই ভিটেয় লাঙ্গল দিয়ে চষে চাষাবাদ শুরু করে। এ ঘটনায় হতবাক হয়ে পড়েছে এলাকাবাসী।