দামুড়হুদা ও শৈলকুপায় আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস পালিত

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় আন্তর্জাতিক নারী নির্যাতন নির্মূলকরণে আন্তর্জাতিক প্রচারাভিযান উপলক্ষে আলোচনাসভা ও ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক বিডিপি ও ব্র্যাক ওয়াশ অফিসের আয়োজনে আলোচনায় অংশ নেন- আব্দুস সালাম, এএম প্রগতি শহিদুল ইসলাম, ইউএম, আবু সাঈদ, এইচএনপিপি, আব্দুর রাজ্জাক, এসইউএম ওয়াশ, আওয়াল মিয়া বিএম দাবি, আসাদুজ্জামান মাসুদ, বিএম, বিসিবিইউপি, বিষ্ণু প্রসাদ অধিকারী বিসিডিপি, মোশারফ হোসেন পিও ওয়াশ। এবারের আন্তর্জাতিক নারী নির্যাতন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘নীরবতা আর নয়, আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই।’ পরে একটি ৱ্যালি ব্র্যাক এরিয়া অফিস থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে শেষ হয়।

শৈলকুপা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের শৈলকুপায় ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন নির্মূলকরণে আন্তর্জাতিক প্রচারাভিযান ২০১৪ উপলক্ষে ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ‘নীরবতা আর নয় আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই’ এ স্লোগানকে সামনে রেখে একটি ৱ্যালি শৈলকুপা ব্র্যাক অফিস থেকে বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ব্র্যাকের শৈলকুপা ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক (দাবি) কামরুজ্জামান, ম্যানেজার (বর্গাচাষি) লিটন কুমার পাল, ম্যানেজার (শিক্ষা কর্মসূচি) কৃষ্ণ কুমার হালদার, শাখা হিসাব কর্মকর্তা নাজমুন্নাহার ও রত্না বর্মন, উপজেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) নাজিম উদ্দিন, উপজেলা হিসাব ব্যবস্থাপক দেব্রত কুমার দাস, সামসুজ্জোহা, আবুল কাশেম, অলোক বিশ্বাস, আব্দুর রাজ্জাক, শাহিদা খাতুন, মুশফিকুর রহিম প্রমুখ।