সাবেক এমপি অরুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতা জামিনে মুক্ত

 

মেহেরপুর অফিস: শিক্ষক নেতা জাকির হোসেনের দায়ের করা মামলায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতা জামিন পেয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সিএমএম আদালত থেকে তারা মুক্তিপান। মুক্তিপ্রাপ্তরা হলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপি নেতা মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, বিএনপি নেতা সেলিম আহমেদ ও যুবদল নেতা মনা।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ঢাকার মাওলানা ভাষাণী ভবনে মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন চলাকালে দু পক্ষের চেয়ার ছোঁড়া-ছুঁড়ির সময় শিক্ষক নেতা জাকির হোসেন আহত হন। এর জের ধরে জাকির হোসেন বাদী হয়ে মাসুদ অরুনসহ ১০ জনকে আসামি করে ঢাকার পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

গতকাল মাসুদ অরুণসহ ১০ আসামি রাজধানীর সিএমএম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। মামলায় আসামিপক্ষের কৌসুলি আইনজীবী সানাউল্লাহ।