সাংবাদিক মারধরের ঘটনায় ইসি থেকে উপসচিব প্রত্যাহার

 

স্টাফ রিপোর্টার: খবর সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত উপসচিব আবদুল বারীকে অবশেষে নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রত্যাহারের এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সর্ভিসেস আইডিইএ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক আব্দুল বারী গত ১৮ আগস্ট জনভোগান্তির খবর সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিককে মারধর করেন। আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সংবাদকর্মীদ্বয়কে উপ প্রকল্প পরিচালক আবদুল বারীর কক্ষে নিয়ে মারধর, তাদের সাথে থাকা ক্যামেরা ভাংচুর করেন বলে অভিযোগ ওঠে। চ্যানেল টোয়েন্টিফোরের কর্মীদ্বয় হলেন, প্রতিবেদক জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাপারসন রিপু আহমেদ। ঘটনার পরের দিন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আবদুল বারীকে প্রত্যাহার করে উপযুক্ত একজন কর্মকর্তা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অবশেষে তাকে প্রত্যাহার করা হলো। পরবর্তী পদায়নের জন্য বারীর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।