রাজু-জাহিদ স্বাধীনতা প্যানেলের নিরঙ্কুশ বিজয়

চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

 

বেগমপুর/সরজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ অভিভাবক সদস্য পদের নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করলেও রাজু-জাহিদের স্বাধীনতা প্যানেল এককভাবে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তবে নির্বাচিত যারাই জয়ী হোক না কেন শিক্ষার মানোন্নয়নে নির্বাচিতরা কাজ করবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মাধ্যদিয়ে অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ অবিভাবক সদস্য নিবাচন। নির্বাচনে ১৩ প্রার্থী তিনটি প্যানেলে বিভক্ত হয়ে ছবি যুক্ত হ্যা-বিল ছাপিয়ে বির্নাচনী প্রচার প্রচারণা চালালেও একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে ছিলেন। নির্বাচনে অভিভাবক সদস্য ভোটার ছিলেন ৭০৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৬৭৬ জন। ভোট গণনা শেষে ৯৯ ভোট বাতিল হয়েছে। নির্বাচনে অংশ নিয়ে সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাক শফিকুর রহমান রাজু-জাহিদুল ইসলাম জাহিদ প্যানেল একক ভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন হাফিজুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৩৩৮, কুতুব উদ্দীন মই প্রতীকে ৩৩১, আব্দুল্লাহ মোরগ প্রতীকে ৩২২, শ্রী সুশান্ত কর্মকার মাছ প্রতীকে ২৫৪ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে শ্রীমতি আল্পনা রাণী হাতপাখা প্রতীকে ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বর্তমান সভাপতি আব্দুল মতিন প্যানেলের পরাজিত প্রার্থীরা হচ্ছেন, মশিয়ার রহমান আম প্রতীকে ১৯১, কামাল হোসেন ফুটবল প্রতীকে ২০৩, মোশারফ হোসেন কলস প্রতীকে ১৯২, আব্দুল আলিম ছাতা প্রতীকে ২৩৬, ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে  শিরিনা খাতুন টিউবওয়েল প্রতীকে ২০৭ পেয়েছেন। অপরদিকে মতিয়ার রহমান প্যানেলের আতিয়ার রহমান আনারস প্রতীকে ৭০, সিরাজুল ইসলাম চেয়ার প্রতীকে ৫৭ ও রেহেনা বেগম গরুরগাড়ী প্রতীকে ভোট পেয়েছেন ৬৭ ভোট। আর স্বতন্ত্র একক প্রার্থী হিসাবে আবুছদ্দিন মণ্ডল খেজুর গাছ প্রতীকে  ২ ভোট পেয়েছেন।

অপরদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে আবুতিলুয়ার রহমান ৯, শিক্ষক মোশারফ হোসেন ও শামীম হোসেন ৬ ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে মোশারফ হোসেন, ও সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে শিক্ষক লুৎফুন্নাহার ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও হারুন অর রশিদ ৫ ভোট এবং ইয়াসমিন নাসরিন ৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ১৩ জন শিক্ষক তারা তাদের ভোটের মাধ্যমে ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করেন। যদিও শিক্ষকদের মধ্যে প্যানেল আছে তা দৃশ্যমান ছিলো না। খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন নিয়ে শুরু থেকেই স্থানীয় রাজনীতি অঙ্গন ছিলো উত্তপ্ত। কারণ প্রার্থীদের চাইতে প্যানেল ঘোষানা কারীদের মধ্যে নির্বাচনের জয় পরাজয়টি ছিলো চ্যালেঞ্জের।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিদ্যালটিতে অভিভাবক সদস্য নির্বাচনের জন্য তফসলি ঘোষণা করা হয়। অভিভাবক পদে ২১ প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করলেও প্রত্যাহারের দিন ৬ এবং যাচাই বাচাইয়ের দিন ১ জনের মনোনয় বাতিল হয়ে যায়। নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন।