দামুড়হুদার কোমরপুরে কৃষক আশরাফ নিখোঁজ : এলাকায় গুঞ্জন অপহরণ না আত্মগোপন

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা:  দামুড়হুদারর কোমরপুর  গ্রামের কৃষক আশরাফ আলীর হদিস মিলছে না। তিনি অপহৃত হয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তবে তিনি আত্মগোপন করে অপহরণের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছেন বলেও কেউ কেউ বলছে। বিষয়টি নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

জানা গেছে। গত শুক্রবার দিনগত রাতে বাড়ি থেকে কৃষক আশরাফ অপহরণ হয়েছেন বলে গুঞ্জন ওঠে। তার পক্ষের লোকজন বিষয়টি পুলিশেও জানায়। গ্রামসূত্রে জানা যায়, কোমরপুর গ্রামের আরজুল্লাহ  গং ও গাফফার আলী গং এর মধ্যে ৬৬ বিঘা  জমি নিয়ে  দীর্ঘদিন বিবাদ চলে আসছে। গত ১৫ দিন আগে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। উভয় পক্ষ মামলা করে। মামলায় গাফফার আলী গং এর দুজন বর্তমানে জেলহাজতে আছে। গাফফার আলীর বড়ভাই আশরাফ আলী শুক্রবার মধ্যে রাতে অপহরণ হয়েছে বলে গ্রামে হইচই করে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। ক্যাম্পের টহলদলের এএসআই মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রত ঘটনাস্হলে ছুটে যান। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয়। প্রতিপক্ষকে জব্দ বা ফাঁসানোর জন্য আশরাফ আত্মগোপন করে থাকতে পারেন বলে ধারণা করছে এলাকাবাসী। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ তদন্ত করছে। তদন্ত করেই জানানো হবে অপহরণ না আত্মগোপন।