মোল্লা ওমরের স্থলাভিষিক্ত হলেন মোল্লা আক্তার মনসুর মাথাভাঙ্গা মনিটর: তালেবান নেতা মোল্লা ওমরের স্থলাভিষিক্ত হয়েছেন মোল্লা আক্তার মনসুর। এর আগে তিনি

মোল্লা ওমরের সহকারী হিসেবে কাজ করতেন। গত বুধবার আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয় মোল্লা ওমর মারা গেছেন। খবরে প্রকাশ মনসুরকে নেতা হিসেবে মানতে নারাজ অনেক জ্যেষ্ঠ তালেবান নেতা। এর ফলে জঙ্গি সংগঠনটি বিভক্ত হয়ে পড়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। শীর্ষ নেতার মৃত্যুর পর আফগান সরকারের সাথে তালেবানের শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার মাঝে তালেবানের অনুরোধে এ আলোচনা স্থগিত করা হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। আফগান সরকারের দাবি, মোল্লা ওমর দু বছর আগে করাচির একটি হাসপাতালে মারা যান। তবে এ দাবি অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।