রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া পিএস পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে ৱ্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার টুমচর গ্রামের চর আফজাল এলাকার নুর নবীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি টুমচর গ্রামের বাসিন্দা। ৱ্যাব-১১’র এএসপি মো. আলেপ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে প্রতারক আবদুল মতিন নিজেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। আবদুল মতিন নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সেক্রেটারি এমকে শামীম চৌধুরী এবং পিএস-১, সাজ্জাদুল ইসলাম পরিচয় দিয়ে সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। বিভিন্ন অনুদান ও সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।