মেহেরপুর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্বভার গ্রহণ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল এবং ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম রসুল সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী লতিফুল করিব, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান মধু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান প্রমুখ। একই সময় জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা তাদের দায়িত্বভার গ্রহণ করেন। উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন মালিথা, জেলা যুবলীগের সদস্য, লিখন, সারাফাত আলী, উজ্জ্বল, সাজিদুর রহমান সাজু, ইয়ানুস আলী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাবেক সাধারণ সম্পাদক মোজম্মেল হক, পিরোজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জেলা পরিষদের কর্মচারীরা। এর আগে নির্বাচিত চেয়ারম্যান গোলাম রসুলের হোটেল বাজারস্থ গদিঘর এলাকা থেকে অধিকাংশ নির্বাচিত ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত সদস্য দলবদ্ধভাবে জেলা পরিষদ অভিমুখে রওনা দেন।

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা হলেন- ১ নং ওয়ার্ডে শাহীন উদ্দীন, ২ নং ওয়ার্ডেআজিমুল বারী, ৩ নং ওয়ার্ডে আলমাস হোসেন, ৪ নং ওয়ার্ডে হাসানুল হক, ৫ নং ওয়ার্ডে ইমতিয়াজ হোসেন মিরন, ৬ নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস, ৭ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ডে খাজা মঈনুদ্দীন, ৯ নং ওয়ার্ডে শওকত আলী, ১০ নং ওয়ার্ডে মজিরুল ইসলাম, ১১ নং ওয়ার্ডে তৌহিদ মুর্শেদ, ১২ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ১৩ নং ওয়ার্ডে মুনছুর আলী, ১৪ নং ওয়ার্ডে আয়ুব আলী, ১৫ নং ওয়ার্ডে তোফাজ্জেল হক। সংরক্ষিত নারী আসনের সদস্যরা হলেন ১ নং ওয়ার্ডে নার্গিস আরা, ২ নং ওয়ার্ডে সামিউন বাসিরা পলি, ৩ নং ওয়ার্ডে শামীম আরা বিশ্বাস, ৪ নং ওয়ার্ডে শাহানা ইসলাম সান্তনা ও ৫ নং ওয়ার্ডে গুলশানারা খাতুন।