মেহেরপুরে জনতা ব্যাংক লিমিটেডের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যত। আজ তোমাদের ক্ষুদ্রক্ষুদ্র সঞ্চয় উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। বেহিসাবি ও টিফিনের খরচ বাঁচিয়ে ওই সঞ্চয় করা সম্ভব। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বিএম) কলেজ হলরুমে শিক্ষার্থীদের উদ্দেশে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন- জনতা ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখার ব্যবস্থাপক মো. আনোয়ারুল কাদির।

জনতা ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মো. আব্দুস সামাদ -এজিএম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বিএম) কলেজ অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, জনতা ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখার সিনিয়র অফিসার মো. হামিদুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম, হুমায়ূন কবীরসহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ও কযেকশ ছাত্রী। উপস্থিত ব্যাংক কর্মকর্তারা ছাত্রীদের ব্যাংক হিসেব খুলতে উদ্বুব্ধ করেন এবং কীভাবে ব্যাংক হিসেব খুলতে হবে তার ওপর বিস্তারিত বর্ণনা করেন।