মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

মেহেরপুর অফিস: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৪তম দ্বিবার্ষিক নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে ৪৬৩ জন সাধারণ ভোটারের মধ্যে ৪৩৫ ভোট বৈধ ও ৩ ভোট অবৈধ পোল হয়েছে। ভোট গণনা শেষে গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় নির্বাচন বোর্ড-১৭’র সভাপতি নূরুল আহমেদ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সাধারণ সদস্য পদে মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল ৩৭৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন। এছাড়া আসলাম খান পিন্টু ৩১০ ভোট পেয়ে ২য়, আনারুল হক কালু ৩০৬ ভোট পেয়ে ৩য়, মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতি সভাপতি আবু হানিফ বাবু ২৯৮ ভোট পেয়ে ৪র্থ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নূর হোসেন আঙ্গুর ২৭৬ ভোট পেয়ে ৫ম, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক আরিফুল এনাম বকুল ২৭২ ভোট পেয়ে ৬ষ্ঠ, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম ২৭১ ভোট পেয়ে ৭ম, জেলা পরিবেশক সমিতির সদস্য ওমর ফারুক খান ২৬৫ ভোট পেয়ে ৮ম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহম্মেদ রুপক ২৫৮ ভোট পেয়ে ৯ম, মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলহাজ আসকার আলী ২৫৬ ভোট পেয়ে ১০ম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ জয়নাল আবেদীন ২৩১ ভোট পেয়ে ১১তম ও গোলাম মোর্শেদ চন্দন ২২৭ ভোট পেয়ে ১২তম স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কমিটির বর্তমান সহসভাপতি শ্যামসুন্দর আগরওয়ালা ১৪৬ ভোট, আজিজুর রহমান ১৮৩ ভোট, এজেডএম মারুফুজ্জামান গোরা ১৯৪ ভোট, কামরুজামান ১৭৯ ভোট, মনিরুজ্জামান সুজন ১৪৭ ভোট, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন ২০২ ভোট, সুবক্তগীন মাহমুদ পলাশ ১১৫ ভোট, আব্দুর রশিদ ১৪৬ ভোট ও আনারুল ইসলাম ৮৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এদিকে সহযোগী সদস্য পদে জেলা পরিবেশক সমিতির উপদেষ্টা হাজি আলী হোসেন ২১ ভোট, রফিক ২১ ভোট, ফুরকান আলী ১৮ ভোট, শাহাবুদ্দীন ২০ ভোট, আলী হোসেন খান ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া এসএম এনামুল আজিজ রাশেদ ১৪ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। নির্বাচন কমিশনসূত্রে আরও জানা যায়, সহযোগী সদস্য পদে ৩৪ ভোটের মধ্যে ৩১ ভোট পোল হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনের ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করেন।
মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের সভাপতি ছিলেন নূরুল আহমেদ। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রভাষক আফতাব উদ্দিন, প্রভাষক আলিম উদ্দিন, প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক রায়হীনুজ্জামান পলেন ও সামসুজ্জোহা।