মেহেরপুর আমদহ ইউনিয়ন লোকমোর্চার কমিটি গঠন

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর জেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি উন্নয়নসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমদহ ইউনিয়ন লোকমোর্চা। দীর্ঘ ৪ বছর পর গতকাল বৃহস্পতিবার বিকেলে আমদহ ইউনিয়ন পরিষদ হলরুমে লোকমোর্চা কমিটি পুনর্গঠন করা হয়। আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. মুরাদ হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন জেলা লোকমোর্চা কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মামলত হোসেন, মকলেছুর রহমান, ইউনুস আলী, আবু লায়েচ লাবলু ও গোলাম কিবরিয়া। মীর ফারুক হোসেনকে সভাপতি এবং মো. দরুদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট আমদহ ইউনিয়ন লোকমোর্চার কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মউক‘র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাদ আহম্মদ।