গরুব্যবসায়ীদের টলি থামিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের কুয়াতলায় একদল সশস্ত্র ছিনতাইকারীর তাণ্ডব

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের কুয়াতলা মাঠে ১৪/১৫ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী গত বুধবার তাণ্ডব চালিয়েছে। সড়কে কাঁঠাল গাছ ফেলে টলি থামিয়ে গরুব্যবসায়ীদের কাছ থেকে কমপক্ষে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

জানা গেছে, গত বুধবার ছিলো আলমডাঙ্গার পশুহাট। হাটে কোরবানির গরু ক্রয়-বিক্রয়ের তোড়জোড়ের কমতি ছিলো না। সুযোগ বুঝে রাত ১১টার দিকে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের কুয়াতলা মাঠে ছিনতাইকারীরা ওত পেতে বসে। বেলতলা নামকস্থানে তারা কাঁঠাল গাছ রাস্তায় ফেলে ব্যারিকেড দেয়। গরু বিক্রি করে পাউয়ারটিলারযোগে বাড়ি ফেরা গরুব্যবসায়ীদের একটি টলি গাছের ব্যারিকেডে পড়ে। ছিনতাইকারীরা বন্দুক, পিস্তল, হাতবোমা, চাইনিজ কুড়ুল, হাতুড়িসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র নিয়ে ছুটে আসে। ৪ ব্যাপারীর কাছথেকে থেকে সাড়ে ৩ লাখ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা গরুব্যাপারী মোড়ভাঙ্গা মইজদ্দিনের ছেলে চয়েনের কাছ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা, চট্টগ্রাম পুঠিয়ার আলহাজ আহমদ হোসেনের ছেলে ইকবাল  ও মোশাররফ ইসলামের ছেলে মনিরের ১ লাখ ৪৫ হাজার টাকা, বড় বোয়ালিয়া ঘোনাপাড়ার আমিরের ১০ হাজার টাকা ও ভাংবাড়িয়া গ্রামের আলা কসাইয়ের ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আলমডাঙ্গা ওসমানপুর ক্যাম্প পুলিশ ঘটনার ২ঘণ্টা পর রাত ১২টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এদিকে এ সড়কে পুলিশি টহল নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী।