মেহেরপুরে স্বাস্থ্যবিধি উন্নয়নে বার্ষিক মহড়া

মেহেরপুর অফিস: ‘সুস্থ জীবন, সুস্থ জাতি’ এই স্লোগানে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয়ে রুরাল ওয়াস আর্সেনিক মিটিগেশন প্রজেক্ট ও ইম্প্যাক্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পানি, পায়খানা ও স্বাস্থ্যবিধি উন্নয়নে বার্ষিক মহড়া অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলন্ডেনের প্রজেক্ট ম্যানেজার খলিলুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, আশার জেলা প্রতিনিধি মো. আলাউদ্দীন, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মনোয়ার হোসেন, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের গাংনী উপজেলা ম্যানেজার শামীম আহম্মেদ, ইউনিয়ন ফ্যাসিলিটর প্রকাশ কুমার, সবুর আহম্মেদ, শাহীন আহম্মেদ, শাহীন পারভেজ, আব্দুস ছালামসহ বিভিন্ন গ্রাম থেকে আসা মহিলা প্রতিনিধিরা। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মনিটরিং অফিসার কামরুন নাহার।