মেহেরপুরে গাহি মানুষের গান শীর্ষক গীতিনাট্য ও সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে ‘গাহি মানুষের গান’ শীর্ষক গীতিনাট্য পরিবেশন ও সঙ্গীত অনুষ্ঠান গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা ও বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের যৌথ ব্যবস্থাপনায় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উদীচী শিল্পী গোষ্ঠী মেহেরপুর জেলা সংসদের সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, নির্বাহী সদস্য নিশান সাবের, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, আবুল হাসনাত দিপু প্রমুখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা ও বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের শিল্পীবৃন্দ, ক্ষুদে গানরাজ উদয় এবং জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ এতে সঙ্গীত পরিবেশন করেন।