মেহেরপুরে মেসডা’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: আজ শনিবার সকাল সাড়ে ৮টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতী শিক্ষার্থীদের সম্মাননার আয়োজন করেছে মেহেরপুর ছাত্র উন্নয়ন সঙ্ঘ (মেসডা)। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মেহেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর ছাত্র উন্নয়ন সঙ্ঘ। মেসডা’র পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মেসডার সংগঠক আক্তারুজ্জামান। লিখিত বক্তব্যে বলা হয়- মেহেরপুর জেলার সব শিক্ষার্থী যারা মেহেরপুরের বাইরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত তাদেরকে দলমতের উর্ধ্বে উঠে মেহেরপুরের উন্নয়নের স্বার্থে একটি মেহেরপুর ছাত্র উন্নয়ন সঙ্ঘ (মেসডা) নামক ছাতার নিচে নিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া মেসডার আবির্ভাব, কর্মকাণ্ড, সহযোগিতার হাত প্রসারণ ও পরবর্তী কর্মসূচি ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেসডা’র সভাপতি সানোয়ার হোসেন, সমন্বয়ক জুয়েল রানা, সংগঠক সাইফুল ইসলাম সাহেদ, মিজানুর রহমান, ডা. মাহফুজুর রহমান, শেফালি খাতুন সুমি, আয়েশা আক্তার প্রমুখ। এ সময় বিভিন্ন স্থানীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার মেহেরপুরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।