মেহেরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান পালুর বিরুদ্ধে জাতীয় পার্টির লিগ্যাল নোটিশ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বড়বাজার হাসপাতাল রোডে কালীমন্দিরের সামনে সাইনবোর্ড টানিয়ে জাতীয় পার্টির অফিস করায় এবং জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে বিভিন্ন স্থানে চিঠি প্রদান করায় মেহেরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালুর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মেহেরপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোসলেম আলীর আদেশে আদিষ্ট হয়ে মেহেরপুর জেলা জজ কোর্টের আইনজীবী মো. হাসান মাহাবুবুর রহমান (মুকুল) ওই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়- মেহেরপুর শহরের বড়বাজার হাসপাতাল রোডে কালীমন্দিরের সামনে জাতীয় পার্টির অফিস হিসেবে সাইনবোর্ড উত্তোলন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু। এটা জেলা জাতীয় পার্টি আইনসম্মত নয় বলে মনে করে। তারা আরো বলেন- জাতীয় পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ায় সাবেক এসপি মরহুম হামিদ খাঁনের বাসা ভাড়া করে জেলা জার্তীয় পার্টির অফিস করা হয়েছে। তারা দাবি করেন খন্দকার আমিরুল ইসলাম পালু অনুমতি ছাড়াই ভূয়া জাতীয় পার্টির অফিস বানিয়ে জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। লিগ্যাল নোটিশেপত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে সাইনবোর্ড সরিয়ে তাকে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে আসার আহ্বান জানান। লিগ্যাল নোটিশে আরো বলা হয়েছে- জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে খন্দকার আমিরুল ইসলাম পালু বিভিন্ন স্থানে চিঠি প্রদান করেছেন। বিধায় তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।