মেহেরপুরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের সংবাদ সম্মেলন

 

মেহেরপুর অফিস: মেহরপুরের নির্বাচিত ডেপুটি কমান্ডার-১ আলতাফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমান্ডার বশির আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি ভোটে নির্বাচিত হলেও তাকে ১নং ডেপুটি কমান্ডার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আলতাফ হোসেন একজন ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জেলা কমান্ডার আরো বলেন, আমরা তাকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কোনোদিন কোনো স্থানে যুদ্ধ করতে দেখিনি। সরকারি সব সুযোগ সুবিধা বন্ধ করাসহ ইতঃপূর্বে গ্রহণকৃত তার সব ভাতা ফেরত নেয়ার জন্যও সরকারের কাছে জেলা কমান্ডার বশির আহমেদ জোর দাবি জানান। জেলা কমান্ডার অস্বীকার করে আরো বলেন, মামলায় উল্লেখিত ১৯ লাখ ৪৬ হাজার ১৪২ টাকা ৪৬ পয়সা আত্মসাতের ঘটনাটি সঠিক নয়। তিনি আরো বলেন, ডেপুটি কমান্ডার-১ আলতাফ হোসেন বাদী হয়ে জেলা কমান্ডারসহ জেলা কমিটির ১৬ জন সদস্যের নামে মেহেরপুর সিনিয়র সহকারী জেলা জজ আদালতে গত ১ মে/১৫ মিথ্যা মামলা করেছেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন ১৯৭১ সালে মেহেরপুর জেলায় তালিকাভুক্ত ৫৭৪ জন মুক্তিযোদ্ধা ছিলেন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১শ জনে। এছাড়াও আরো প্রায় দেড়শ জন তালিকাভুক্তির জন্য অপেক্ষমাণ রয়েছেন। তিনি এদের মধ্যে থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেয়ার আহ্বান জানান। এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বাচ্চু, সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, ইদ্রিস আলী প্রমুখ।