মুরসি সমর্থক ৫২৯ ব্রাদারহুড কর্মীর ফাঁসির আদেশ

 

মাথাভাঙ্গা মনিটর: মিশরের উচ্চ আদালত দেশটির একটি পুলিশ দপ্তরের উপপ্রধান মোস্তফা আল আত্তার হত্যা মামলার রায়ে মুসলিম ব্রাদারহুড বা মুরসি সমর্থক ৫২৯জন সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন। এ মামলার অভিযুক্ত অন্য ১৬ জন আসামীকে নির্দোষ হিসেবে মুক্তি দিয়েছে আদালত। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ও দৈনিক আল-আহরাম এই খবর দিয়েছে। গত আগস্ট মাসে মিনইয়া শহরের মাতায়া এলাকায় সংঘটিত এক সংঘর্ষে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। রাবা এলাকায় অবস্থান ধর্মঘট পালনকারীদের ছত্রভঙ্গ করার পর সংঘর্ষে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন।

নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের অন্তত বারোশ সমর্থক বর্তমানে মিশরের আদালতে বিচারাধীন আছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও ওই বিচারাধীন আসামির মধ্যে রয়েছেন। গত জুলাইয়ে প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশর সরকার ইসলামপন্থী এ সংগঠনটির সমর্থকদের দমন করার জন্য কঠোর পন্থা অবলম্বন করে। ইতোমধ্যে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহত হয়েছেন শতাধিক ব্যক্তি।