মুজিবনগরে প্রান্তিক চাষিদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এমপি ফরহাদ

 

আমাদের দেশে এখ কোন খাবারের হাহাকার নেই

শেখ সফি: বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার, কৃষি বান্ধব এ সরকারের আমলে দেশ সত্যকারের উন্নয়ন করতে সক্ষম হয়েছে, এখন দেশে কোনো খাবারের হাহাকার নেই এবং নিজেই স্বয়ংসম্পূর্নতা অর্জন করে বিদেশেও খাদ্য শস্য রফতানি করছে, অসহায় গরীবদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল দেয়া হচ্ছে, দেশ আজ দূতগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তিনি তার বক্তব্যে আরও বলেন, যেসব ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূলে বীজ ও বিতরণ করছি তারাও সুস্থভাবে জীবনযাপন করছে। দেশের সকল মানুষ যাতে পুষ্টিখাদ্য খেয়ে ও উন্নত চিকিৎসা পেয়ে নিরাপদে সুস্থ্যভাবে জীবন যাপন করতে পারে, তার জন্যে সরকার নিরন্তর মনোযোগীভাবে কাজ করে যাচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়াজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূলে বীজ ও সার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এ কথাগুলো বলেন।

সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল। মুজিবনগর উপজেলায় ১ হাজার ৬৩০ প্রান্তিক চাষিদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় ভুট্টা, সরিষা ও মুগের বীজসহ সার  বিতরণ করা হয়। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুসফিকা সুলতানা।