মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালত মাদকসেবীর কারাদণ্ড

 

মুজিবনগর প্রতিনিধি: মাদক রাখা ও সেবনের অপরাধে এক মাদকসেবীর কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দিন। গতকাল শুক্রবার দুপুরে তিনি ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জাহিদ হোসেন পিন্টু (৩৫)।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে জাহিদ হোসেন পিন্টু মুজিবনগর কেদারগঞ্জ নাজিরাকোন সড়কের রাস্তার পাশে গাঁজা সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এএসআই আবু তাহের সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে জাহিদ হোসেন পিন্টুকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করেন।