মুজিবনগরের রশিকপুর ভৈরব নদের কুঠি ঘাটে ব্রিজ নির্মাণের খবরে আনন্দ মিছিল

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর-বাগোয়ান ভৈরব নদের কুঠির ঘাটে ব্রিজ নির্মাণ হবে খবর শুনে বাগোয়ান মোড়ে আনন্দ মিছিল, মিষ্টি খাওয়া ও সমাবেশ করেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় সচেতন যুবসমাজের আয়াজনে সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হকের নেতৃত্বে মুজিবনগর উপজেলার মুজিবনগর-দর্শনা প্রধান সড়কের বাগোয়ান বাজারে আনন্দ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সচেতন যুবসমাজের আহ্বায়ক ওয়াজেদ আলী খাঁন, সদস্য নজরুল ইসলাম ঝুটিকা, আলিফ শেখ, লাভলু মোল্লা, রাশেদুল ইসলাম, শহিদুলসহ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন। এ সময় আনন্দে একে অপরের মুখে মিষ্টি তুলে দেন। আনন্দৱ্যালি ও মিষ্টি বিতরণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৩ সালে ৮ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ওই ব্রিজ নির্মাণের টেন্ডার হয় এবং সর্ব লোয়েস্ট বগুড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুমা বেগমকে কাজ দিলে মেহেরপুরের ঠিকাদার জহিরুল ইসলাম বগুড়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুমা বেগম ও দরপত্রদাতা কর্তৃপক্ষর নামে একটি মামলা দায়ের করেন।

সমাবেশে সচেতন যুবসমাজের আহ্বায়ক ওয়াজেদ আলী খাঁন তার বক্তব্যে বলেন, গত ১২ জুলাই হাইকোটের মমলায় রায়ে বগুড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুমা বেগমকে ব্রিজ নির্মাণের জন্য ওয়ার্ক অডার প্রদান করেছেন।