মুক্তি পেলো ৩শ খুনের দায় স্বীকার করা খুনি পপাই

মাথাভাঙ্গা মনিটর: কলম্বিয়ার মাদকসম্রাট পাবলো এস্কোবারের ভাড়াটে কুখ্যাত খুনি জন জাইরোভেলাসকেজ ওরফে পপাইকে কারাগার থেকে গতমঙ্গলবার মুক্তি দেয়া হয়েছে। ৩০০জনকে খুন করার কথা স্বীকার করে পপাই। গতকাল বুধবার এএফপির খবরে এ কথা জানানোহয়।

পপাইয়ের ৩০ বছরের কারাদণ্ড হয়েছিলো। এর মধ্যে ২২ বছর দণ্ড ভোগ করারপর তাকে মুক্তি দেয়া হলো। ৫২ বছর বয়সী পপাই কম্বিটার উচ্চ নিরাপত্তারকারাগার থেকে ছাড়া পান। আগামী চার বছর তিনি অবেক্ষাধীন থাকবেন।আশি থেকে নব্বইয়ের দশকের মধ্যে সংঘটিত তিন হাজারের মতো হত্যাকাণ্ডে তার পরোক্ষ ভূমিকা ছিলো বলেও দায় স্বীকার করেন পপাই।