ভোদুয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হয়রানির প্রতিবাদে আলমডাঙ্গায় সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভোদুয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হয়রানির প্রতিবাদে আলমডাঙ্গায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোদুয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে দিনারুল ইসলাম। দিনারুল ইসলাম পঠিত ওই বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে, ভোদুয়া গ্রামের চরের মাঠে ৩৭ শতক সম্পত্তি প্রায় ৪০/৪৫ বছর ধরে দিনারুল ইসলামের পরিবার ভোগদখল করে আসছে। আরএস রেকর্ডের ভুলে ওই সম্পত্তি একই গ্রামের আফজাল মাস্টারের নামে রেকর্ডভুক্ত হয়। এ ভুলের সুযোগে আফজাল মাস্টারের ছোট ছেলে আব্দুল ওয়াহেদ স্বপন ওই সম্পত্তি দখল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। এমতাবস্থায় দিনারুল ইসলাম আদালতে রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন। সে মামলার রায় দিনারুল ইসলামের পক্ষে যায়। এ ঘটনার পর ষড়যন্ত্রকারীরা কিছুদিন চুপ করে থাকে। এরপর পুনরায় নতুন করে ষড়যন্ত্র শুরু করে। ২ মাস আগে তারা ওই সম্পত্তি আবার নিজের দাবি করে থানায় মিথ্যা অভিযোগ করে দিনারুল ইসলামের পটোলক্ষেত, পানক্ষেত, কলাগাছ, পাটক্ষেত দফায় দফায় কেটে দেয়। এ ঘটনায় দিনারুল ইসলাম আদালতে ও থানায় মামলা করেছেন। অথচ ওই জমিতেও রেকর্ড সংশোধনীর মামলা চলমান। গত ১০/১৫ দিন আগে ওই জমিতে কাজ করার সময় স্বপন, ফারুক, তরিকুল ইসলাম টরিকসহ ৪/৫ জন সেখানে গিয়ে তাকে গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়। এমন হুমকির মুখে দিনারুল ইসলাম প্রাণভয়ে পালিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। তাদের মামলা থেকে বাঁচতে ওই সম্পত্তিতে কয়েকটি কলাগাছ পুঁতে নিজেরাই উপড়ে দিনারুল ইসলামদের নামে মিথ্যা দোষারোপ করছে। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে ডাক্তার স্বপনসহ তাদের হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দিনারুল ইসলাম।