বোরো চাষে চাষিদের ব্যস্ত সময়

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলায় চলতি বোরো চাষ মরসুমে আবাদ হয়েছে ৩৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে ৯৮৮ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। এর মধ্যে উফশি জাতের ২৭ হাজার ৪৭৫ হেক্টর, হাইব্রিড জাতের ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে। প্রতিবছর চাষিদের বোরো আবাদ করে বেশ লোকসান গুনতে হয়েছে। ধানের উৎপাদন খরচ বেশি ও ধানের দাম কম হওয়ায় চাষিরা এ লোকসানের মধ্যে পড়ছে। এ বছর ১ বিঘা জমিতে শ্যালোমেশিনে সেচ খরচ ধরা হয়েছে ৬-৭ হাজার টাকা। তবে গভীর নলকূপের আওতায় ১ বিঘা জমিতে সেচ খরচ ধরা হয়েছে ২ হাজার টাকা থেকে ২ হাজার ২শ টাকা পর্যন্ত। চাষিরা ভালো ফলনের জন্য এ বছর গুটি ইউরিয়া সার বেশি ব্যাবহার করছে। ফলে এতে ইউরিয়া সার কম লাগবে। তেমনি উৎপদান খরচ কমে আসবে ও ফলন ভালো হবে। চাষিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধানচাষ করেছে। কৃষি অধিদপ্তর চাষিদের কম খরচে বেশি ধান উৎপাদন যাতে হয় তার জন্য এ সব প্রযুক্তির বিষয়ে পরামর্শ দিয়েছে।