বেপরোয়াগতিতে আলমসাধু নিয়ে বাড়ি ফেরার পথে দর্শনা রেলগেটে ঘটলো দুর্ঘটনা

 

ওষুধবাহ কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা : গুরুতর জখম

দর্শনা অফিস: আলমসাধু নিয়ে বেপরোয়া গতিতে বাড়ি ফেরার পথে দর্শনা পুরাতন বাজার রেলগেটে ঘটলো দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ওষুধবাহী কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন ৪ জন। ১ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের উত্তরপাড়ার চাঁদ আলীর ছেলে শান্ত (২০), বরকত আলীর ছেলে নজরুল ইসলাম (৩০), রমজান আলীর ছেলে তরিকুল (২২), হকা মিয়ার ছেলে আলমসাধুচালক আব্বাস (৪০) দর্শনা থেকে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন। দর্শনা পুরাতন বাজার রেলগেট সংলগ্ন একটি ওষুদের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলো একমি ল্যাবরেটরিজের ওষুধবাহী কাভার্ড ভ্যান। আলমসাধুচালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় কাভার্ডভ্যানের সাথে। আলমসাধু উল্টে পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে ৪ জনই। মারাত্মকভাবে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আহতদের মধ্যে আলমসাধুযাত্রী নজরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে আলমসাধু ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আহতরা মদ্যপ অবস্থায় ছিলো বলে জানা গেছে। তারা স্থানীয় একটি মদের ভাটিখানা থেকে মদের নেশা করে বাড়ি ফিরছিলো।