বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠিত

আয়ুব আলী সভাপতি হারুন অর রশিদ সাধারণ সম্পাদক

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়েছে। গত পরশু বুধবার চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে গঠিত নতুন কমিটিতে চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস সভাপতি ও দর্শনা পৌরসভার হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের চুয়াডাঙ্গা সভাপতি বিধু রঞ্জন চাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাইফুল আরিফ বিশ্বাস। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেসরকারি কোষাগার থেকে দেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সচিব কাজী শরিফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, জীবননগর পৌরসভার আবুল কালাম আজাদ, দর্শনা পৌরসভার হারুন অর রশিদ, আলমডাঙ্গা পৌরসভার খন্দকার খাইরুল আলম প্রমুখ। বক্তারা বলেন, আগামী শনিবার মাগুরা পৌরসভা মিলনায়তনে পৌর কর্মকর্তা-কর্মচারীরা মিলিত হয়ে সরকারি কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হবে। সকলে মাগুরায় উপস্থিত হয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি আলমডাঙ্গা পৌরসভার খন্দকার খাইরুল আলম, সহসভাপতি চুয়াডাঙ্গা পৌরসভার আশাবুল হক বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক জীবননগর পৌরসভার আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা পৌরসভার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার আলী হোসেন, সহসাংগঠনিক সম্পাদক দর্শনা পৌরসভার শাহ আলম, ক্যাশিয়ার চুয়াডাঙ্গার নাসির উদ্দীন খুসবু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মলিনুজ্জামান লাল, মহিলা সম্পাদিকা আফরোজা পারভীন। নির্বাহী সদস্য আলী আসলাম বাবু, জীবননগর পৌরসভার সাজেদা আক্তার, আলমডাঙ্গা পৌরসভার আনিছুর রহমান, দর্শনা পৌরসভার সানোয়ার হোসেন, চুয়াডাঙ্গার মিরাজুল ইসলাম ইকবাল ও কাজী শফিকুল ইসলাম। এছাড়া ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এরা হলেন, চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শফিকুল ইসলাম, দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী আলমগীর কবির, জীবননগর পৌরসভার সচিব গাজী আবুল কাশেম, আলডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল আলম ও চুয়াডাঙ্গা পৌরসভার মোয়াজ্জেম হোসেন।