বঙ্গবন্ধুর ছবি : ইউএনওকে কারণ দর্শাতে বলেছিলেন ডিসি

স্টাফ রিপোর্টার: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ ওঠার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমানকে কারণ দর্শাতে বলেছিলেন বরিশালের জেলা প্রশাসক। জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, বরিশালের বিভিন্ন পত্র-পত্রিকায় বঙ্গবন্ধুর ছবি বিকৃতির সংবাদ দেখে ওই সময়ের আগৈলঝাড়ার ইউএনও তারিক সালমানকে সাত কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম। তিনি নির্ধারিত সময়ে নোটিশের জবাব দেন। নোটিশের জবাবে ইউএনও বলেছিলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি শিশুদের পরিচয় করার জন্য স্বাধীনতা দিবসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক শিশুর আঁকা জাতির জনকের ছবি ব্যবহার করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপা হয়। তারিকের বিরুদ্ধে অভিযোগ এবং তার জবাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন বলে জানান ডিসি। বরগুনা সদর উপজলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমান বরিশালের আগৈলঝাড়ায় থাকাকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ছবি ছাপান।