নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বর্বরোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত। গতকাল শুক্রবার দুপুরে এ আদেশ দেন উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যজিস্ট্রেট সন্দীপ চক্রবর্তী। নূর হোসেনের বিরুদ্ধে অনুপ্রবেশের যে মামলা চলছিলো উত্তর চব্বিশ পরগণা জেলা আদালতে, সেটি তুলে নিতে ভারতীয় দণ্ডবিধির ৩২১ নম্বর ধারায় আবেদন করেছিলো পশ্চিমবঙ্গ সরকার। সরকারি আইনজীবী বিকাশ রঞ্জন দে আবেদনে বলেন, নূর হোসেন বাংলাদেশের একজন দাগী অপরাধী। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্ণার নোটিসও রয়েছে। তিনি ভারতে বেআইনিভাবে আশ্রয় নিয়েছিলেন, যে কারণে তার বিরুদ্ধে বিদেশি আইনে মামলা রুজু করা হয়েছিলো। কিন্তু বাংলাদেশ সরকার তাকে সে দেশে বিচারের জন্য ফেরত চেয়েছে, তাই অনুপ্রবেশের মামলা তুলে নিয়ে তাকে নিজের দেশে ফিরিয়ে দেয়া হোক। সেই আবেদন গ্রহণ করে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। এ আদেশ কবে কার্যকর করা হবে সেটা এখনও জানা যায়নি। তবে প্রশাসনের সূত্রগুলো বলছে, খুব দ্রুততার সাথেই আদালতের আদেশ কার্যকর করা হতে পারে। নূর হোসেনকে পুলিশ পেট্রাপোল সীমান্তে নিয়ে গিয়ে প্রথমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হাতে তুলে দেবে। তারপর তারা তাকে বিজিবির হাতে তুলে দেবে। দু দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এ প্রথম কোনো বিচারাধীন বাংলাদেশি নাগরিককে ভারত থেকে ফেরত পাঠানো হচ্ছে।