দোকানে ঢুকে ব্যবসায়ীকে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির প্রতিবাদসভা

স্টাফ রিপোর্টার: দোকানে ঢুকে হবি গার্মেন্টসের মালিক রফিকুলকে হাতুড়ি দিয়ে মেরে আহত করার ঘটনায় চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতি প্রতিবাদসভা করেছে। গতকাল সোমবার রাত ৮টায় রেলবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. নাজমুল আলম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলটন জোয়ার্দ্দার, সহসভাপতি বিপুল আশরাফ, ফারুক হোসেন জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ মফিজুর রহমান হাবলু মিয়া, ব্যবসায়ী নেতা শিশির, জয় কুমার, চাঁদ মিয়া, দীন মোহাম্মদ দিনু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, দিনদুপুরে ফিল্মি স্টাইলে পুলিশ ফাঁড়ির কাছে একটি দোকানে হামলার ৮ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই অতি দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে একদল সন্ত্রাসী রেলবাজারে অবস্থিত হবি গার্মেন্টসের মালিক রফিকুলের দোকানে ঢুকে তাকে হাতুড়িপেটা করে আহত করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।