দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান সাংবাদিক রহমান মুকুলের বড় বোনের ইন্তেকাল

 

আলমডাঙ্গা ব্যুরো: দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান সাংবাদিক  রহমান মুকুলের বড় বোন আজাদী বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)।  তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ শহরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। গতরাতেই মরহুমার লাশ তার গ্রামের বাড়ি জিবনায় নিয়ে যাওয়া হয়। আজ শনিবার সকালে জিবনা গ্রামে মরহুমার প্রথম জানাজা ও দুপুরে ঝিনাইদহ শহরে ২য় জানাজা শেষে ঝিনাইদহ জাতীয় গোরস্থানে দাফন করা হবে।

জানা গেছে, অনলাইন সাম্প্রতিকী ডট কম পত্রিকার সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গা ব্যুরো প্রধান রহমান মুকুলের বড় বোন আজাদী বেগম চুয়াডাঙ্গা সদর দশমাইল জিবনা গ্রামের মৃত এরশাদ আলীর স্ত্রী। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে ঝিনাইদহ শহরে বসবাস করতেন। ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত ও বাংলাদেশের অসংখ্য চিকিৎসকের  কাছে নেয়া হয়েছে। প্রায় ৪/৫ বছর ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ে গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে মৃত্যু কাছে পরাজয় বরণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার মৃত্যুর সংবাদ শুনে পিতার বাড়ি আলমডাঙ্গা কলেজপাড়া ও পাচলিয়া এবং নিজ গ্রামের বাড়ি জিবনায় নেমে আসে শোকের ছায়া। তিনি ২ ছেলে, ১ মেয়ে, মা, ৩ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই সাংবাদিক রহমান মুকুল সকলের নিকট দোয়া চেয়েছেন।