রানী ক্রিমের লেবেলে উৎকীর্ণ বিএসটিআই, ট্রেড লাইসেন্স, কোড ও টিআইএন নম্বর সবই ভুয়া বলে দাবি আলমডাঙ্গার কয়েক ব্যবসায়ীর

 

আলমডাঙ্গা ব্যুরো: কুষ্টিয়ার রানী কেমিক্যাল ওয়ার্কস উৎপাদিত রানী হোয়াইট বিউটি স্পট আউট ক্রিমের প্যাকেটে উৎকীর্ণ বিএসটিআই নং, ট্রেড লাইসেন্স, কোড নং ও টিআইএন নং সবই ভুয়া বলে দাবি করেছেন আলমডাঙ্গার বেশ কয়েকজন ব্যবসায়ী । বিএসটিআই’র কোনো অনুমোদন না থাকলেও বিএসটিআই’র সিল মেরে রঙচঙে চটকদার প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে এ ক্রিমটি।

অভিযোগকারী ব্যবসায়ীসূত্রে জানা গেছে, কুষ্টিয়ার রানী কেমিক্যাল ওয়ার্কস উৎপাদিত রানী হোয়াইট বিউটি স্পট আউট ক্রিম আলমডাঙ্গা শহর ও গ্রামের বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে। রঙচঙে চটকদার মোড়কে স্পট আউটের ১শ ভাগ গ্যারান্টি দেয়া এ ক্রিম বাজারে বিভিন্ন দামে পাওয়া যায়। সম্প্রতি রানী কেমিক্যাল ওয়ার্কস’র মালিক আলমডাঙ্গার সৌখিন কসমেটিকসের মালিক আলমগীর হোসেনের বিরুদ্ধে নকল রাণী হোয়াইট বিউটি ক্রিম বাজারজাত করার অভিযোগ তোলেন। তিনি আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে সাথে করে পুলিশ নিয়ে পুনরায় ওই দোকানে উপস্থিত হন। তিনি অভিযোগ তোলেন আসল ক্রিমের চেয়ে বেশ খানিকটা হ্রাসকৃত মূল্যে নকল ক্রিম বিক্রি করে মার্কেট দখলে নেয়া হয়েছে। এদিকে,  সৌখিন কসমেটিকসের মালিক অভিযুক্ত আলমগীর হোসেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের মোটেও ভিত্তি নেই বলে সাথে সাথে প্রতিবাদ জানান। সে সময় ঘটনাস্থলে আশপাশের আরও কয়েকজন ব্যবসায়ী উপস্থিত হন। তাদের যুক্তির কাছে টিকতে না পেরে সোহেল রানা তার অভিযোগ থেকে সরে দাঁড়ান। এখন অভিযুক্ত ব্যবসায়ী আলমগীরসহ আলমডাঙ্গা শহরের বেশ কয়েকজন কসমেটিকস ও মনিহারি দোকানি খোদ কুষ্টিয়ার রানী কেমিক্যাল ওয়ার্কস উৎপাদিত রানী হোয়াইট বিউটি স্পট আউট ক্রিম নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করেছেন, রানী ক্রিমের প্যাকেটে যে বিএসটিআই’র সিল রয়েছে তা ভুয়া। তাছাড়া বাজারে কুষ্টিয়ার রানী কেমিক্যাল ওয়ার্কস উৎপাদিত রানী হোয়াইট বিউটি স্পট আউট ক্রিমের একটি প্যাকেটে লেখা ট্রেড লাইসেন্স, টিআইএন নং, ভ্যাট নং, কোড নং ও ব্যাসিক নম্বরের সাথে আরেকটি প্যাকেটের  ট্রেড লাইসেন্স, টিআইএন নং, ভ্যাট নং, কোড নং ও ব্যাসিক নম্বরের কোনো মিল নেই। একেক মাসের চালানের ক্রিমের প্যাকেটে একেক রকম তথ্য দেয়া হয়েছে। অভিযোগকারীরা কয়েকটি পৃথক মাসে উৎপাদিত রানী ক্রিমের প্যাকেট দেখিয়ে এ গরমিলের বিষয়টি তুলে ধরেন। এ ব্যাপারে আলমডাঙ্গার প্রতিবাদী ব্যবসায়ীরা তদন্তপূর্বক রানী কেমিক্যাল ওয়ার্কস’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।