দেশি টুকরো

ফাঁস হওয়াপ্রশ্নেই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা গ্রহণ

স্টাফ রিপোর্টার: ফাঁস হওয়া’ প্রশ্নেই ব্যাংক কর্মকর্তাদের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার ডিপ্লোমার দ্বিতীয় পর্বের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকেল থেকেই প্রশ্ন চলে যায় পরীক্ষার্থীদের কাছে। গণমাধ্যমের কাছে আসা প্রশ্ন রাতে পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা ও আইবিবি মহাসচিব মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীর কাছে। তারা সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। গতকাল শুক্রবার যে প্রশ্নে পরীক্ষা হয়েছে, তার সঙ্গে মিলে যায় ফাঁস হওয়া প্রশ্ন। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার আয়োজক দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)। এটি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। আইবিবির মহাসচিব নওশাদ আলী চৌধুরী শুক্রবার বলেন, ‘রাতের প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের অনেকটা মিল রয়েছে। এ জন্য আমরা মনে করছি প্রশ্ন ফাঁস হয়েছে। তবে পুরোটা না। আগামীকাল রোববার পরীক্ষা কমিটির সঙ্গে কথা বলে পরীক্ষা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা খতিয়ে দেখছি, কীভাবে প্রশ্ন ফাঁস হলো।’

টাঙ্গাইলে ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন জেলার সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস (৫৫) ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকিদার (৬০)। গতকাল শুক্রবার বাদ-জুমা নিহতদের জানাজা সম্পন্ন হয়। ইজতেমা আগত  মুসল্লিরা জানান, শীতজনিত কারণে উভয়ের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া লাশ গ্রহণ করেছেন।