দাম কমার প্রতিবাদে কালীগঞ্জে মহাসড়কে তুলা ছিটিয়ে আগুন দিয়ে চাষিদের প্রতিবাদ

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে তুলার মূল্যের হ্রাসের প্রতিবাদে রাস্তায় তুলা ছিটিয়ে ও আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তুলাচাষিরা। গতকাল বুধবার সকালের দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বারোবাজারে এ প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। চাষিরা রাস্তার ওপর তুলা ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

চাষিরা জানান, গত বছর তুলার উন্নয়ন বোর্ড প্রতিমণ বীজ তুলার দাম ধার্য করেছিলো দু হাজার ৫২০ টাকা। এবার দাম কমিয়ে ১ হাজার ৯শ টাকা মণ করেছে। নভেম্বর মাস থেকে তুলা ঊঠতে শুরু করেছে। কিন্তু তুলা কেনার ব্যবসায়ী মিলছে না। তুলা কিনে থাকে বেসরকারি স্পিনিং মিলের মালিকেরা। তারা এখনও তুলা কেনা শুরু করেননি। উৎপাদিত তুলা ঘরে মজুত রয়েছে। ১ হাজার ৯শ টাকা মণ দরে তুলা বিক্রি করলে লোকসান হবে বলে চাষিরা দাবি করেন। তারা তুলার মূল্য বৃদ্ধির দাবি জানান। উল্লেখ্য, তুলা উন্নয়ন বোর্ডের ঝিনাইদহ জোনে এ বছর ৪ হাজার ৫৬ হেক্টরে তুলাচাষ করা হয়েছে বলে তুলা উন্নয়ন অফিসার জানান।