দামুড়হুদা ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি অকেজো

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত তথ্যসেবা কেন্দ্র যা বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার নামে পরিচিত কেন্দ্রটি অকেজো হয়ে পড়ে রয়েছে। এ কেন্দ্রে ৫-৬ জন উদ্যোক্তা পরিবর্তন হয়েছে। বর্তমানে কোনো যন্ত্রাংশ ভালো নেই।

জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি মানুষের ঘরে ঘরে ডিজিটাল সেবা পৌছে দেয়ার জন্য প্রতিটি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র করা হয়। সেবাকেন্দ্রে কম্পিউটার, ল্যাপটফ, আইপিএস, প্রজেক্টর ক্যামেরা, ফটোকফি মেশিন, প্রিন্টার, স্ক্যানারসহ আরো অন্যান্য জিনিসপত্র দেয়া হয়। যা দিয়ে সাধারণ মানুষের সেবা দেয়া যাবে। এসব জিনিসপত্রর মধ্যে ফটোকপি মেশিন, প্রজেক্টর, আইপিএস, ইউপিএস মেশিন অকেজো হয়ে পড়ে রয়েছে প্রায় ১ বছর। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এগুলো মেরামত করার জন্য চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হলেও আজও পর্যন্ত মেরামত করা হয়নি। এসব জিনিসপত্র সচল না থাকায় উদ্যোক্তারা জনসাধারণের সেবা দিতে পারছেন না। সেই সাথে আয় করতে পারছেন না। ফলে উদ্যোক্তা আবার চলে যাওয়ার উপক্রম হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি দেয়া প্রয়োজন।