ইটিভির সম্প্রচার নিয়ে হাইকোর্টের রুল জারি

স্টাফ রিপোর্টার: কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সম্প্রচারে প্রতিবন্ধকতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে চ্যানেলটির অনুষ্ঠান সম্প্রচারে প্রতিবন্ধকতা দূর করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও ইটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন রিট আবেদনটি করেন। আগামী তিন সপ্তার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও ডিবির জয়েন্ট কমিশনারসহ ১৭ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে ইটিভির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।