দামুড়হুদা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও ফরিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

 

দামুড়হুদা প্রতিনিধি: জীববৈচিত্র রক্ষা ও সংরক্ষণে বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগের একমাত্র ইউএনও হিসেবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান জনপ্রশাসন পদক লাভ করায় তাকে দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নূর জাহান, উপজেলা প্রকৌশলী নওশাদ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আশাবুল হক, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মাসুদার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপসহকারী প্রকৌশলী (দূর্যোগ) নূরুজ্জামান, ইন্সট্রাক্টর জামাল হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তানভীর আহম্মেদ রুবেল, ফরেস্টার জহুরুল ইসলাম, ফিল্ড মনিটরিং অফিসার ফয়সাল আহম্মেদসহ ক্লাবের অন্যান্য সদস্যগণ উপজেলা নির্বাহী অফিসারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমান সরকার দেশব্যাপী কাজের মূল্যায়ন করছে। আমি যে পদকগুলো পেয়েছি তা উর্দ্ধতন কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করার পরই আমার নাম সিলেকশন করেছেন। আপনারা যে যার অবস্থান থেকে ভাল কাজ করে যান। দেখবেন একদিন ঠিকই আপনার মূল্যায়ন হচ্ছে।