দামুড়হুদায় বিয়ের ৩ দিনের মাথায় স্ত্রীর কথায় অভিমান করে বিষপান : মৃত্যুসজ্জায় স্বামী আবু ছালাম

 

দামুড়হুদা প্রতিনিধি: মেহেদীর রঙ মুছার আগেই সদ্য বিবাহিত স্ত্রীর ভালবাসা থেকে বঞ্চিত হয়ে নববধূর ওপর অভিমান করে স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দামুড়হুদার নুতন বাস্তুপুরের আবু ছালাম। তাকে মূমুর্ষূ অবস্থায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে বিষ উত্তোলন করা হয়েছে।

জানা গেছে, দামুড়হুদার নুতন বাস্তুপুরের আনছার আলীর ছেলে আবু ছালামের (২৪) সাথে চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়া গ্রামের আবুল কালামের মেয়ে রতনার সাথে গত বৃহস্পতিবার ঘরোয়া পরিবেশে বিয়ে হয়। দু দিন স্বামীর বাড়িতে থাকার পর গত শনিবার আবু ছালাম নববধূ রতনাকে সাথে নিয়ে শশুর বাড়ি দশবদনে যায়। পিতার বাড়িতে গিয়েই রূপ পাল্টে ফেলে নববধূ রতনা। সে তার পরিবারকে সাফ জানিয়ে দেয় যে আবু ছালাম একজন পাগল। বিধায় তার সাথে ঘর করা সম্ভব নয় এবং আমি ওই সংসারে আর ফিরে যাবো না। স্বামী আবু ছালাম স্ত্রীকে নানাভাবে অনুরোধ করলেও কিছুতেই মন গলেনি নববধূ রতনার। রতনা তার স্বামীকে গালাগালি দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং বিষ খেয়ে মরতে বলে। স্ত্রীর কথায় অভিমান করে পরদিন সকালে আবু ছালাম বাড়ি ফেরার পথে দামুড়হুদা বাজার থেকে কীটনাশক ক্রয় করে পান করে। সে নিজ গ্রামে পৌছানোর আগেই পথিমধ্যে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। স্থানীয় লোকজন তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে বিষ উত্তোলনের ব্যবস্থা করে। আবু ছালাম এখনও পর্যন্ত শঙ্কামুক্ত না হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।