দামুড়হুদায় আলোক ফাঁদের উপকারিতা বিষয়ে কৃষকদের মতবিনিময়

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আলোক ফাঁদের উপকারিতা বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর জোনের অতিরিক্ত পরিচালক শ্রী চণ্ডি দাস কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শ্রী নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ। উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী, প্রধান সহকারী আমিরুল হক পলাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, হেলাল উদ্দীন, শফিউল আজম, কাজী ইয়াছির আরাফাত, সোহারাব হোসেন, তালিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, আ.লীগ নেতা আফজালুর রহমান বুলু, মতিয়ার রহমান, জনাব আলী, চাষি নজরুল ইসলাম, আকবর আলী, জমান আলী প্রমুখ। পরে বাসস্ট্যান্ড সংলগ্ন চাষি নজরুল ইসলামের ধানক্ষেতের পাশে পরিবেশবান্ধব আলোক ফাঁদ স্থাপন করা হয়। মুহূর্তের মধ্যে হাজার হাজার পোকা আটকে পড়ে ওই আলোক ফাঁদে। আলোক ফাঁদে আটকে পড়া পোকার মধ্যে কোনটি উপকারী এবং কোনটি ক্ষতিকারক তা উপস্থিত কৃষকদের মাঝে বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রধান অতিথি। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে ক্যান্সারের সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। তার অন্যতম কারণ প্রতিটি খাদ্য শস্যে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার। আলোক ফাঁদের মাধ্যমে বিষমুক্ত খাদ্য শস্য উৎপাদন সম্ভব। তিনি আরও বলেন, ক্ষতিকর পোকা রাতে বের হয়। তাই আলোক ফাঁদে সহজেই ক্ষতিকর পোকার সংখ্যা হ্রাস করা সম্ভব।