দামুডহুদার কার্পাসডাঙ্গা ইউপিতে নৌকার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আসন্ন নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান ভুট্টোর প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ডিজিটাল নৌকার ব্যানার ছিঁড়ে দিয়েছে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল করিমের সমর্থকরা। গত শনিবার রাতে হরিরাম পুর গ্রামের তুফানের রাইস মিলের  পাশে নৌকার  ডিজিটাল ব্যানার টানানো ছিলো। বিদ্রোহী প্রার্থী আবদুল করিমের সমর্থকরা ছিঁড়ে দেয়।  বিষয়টি মৌখিক অভিযোগ করছেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহম্মেদর কাছে।

মৌখিক অভিযোগে জানা গেছে,   শনিবার রাতে আ.লীগ সমর্থকরা প্রধানমন্ত্রী সংবলিত ছবি, জাতীয় প্রতীক নৌকা ও প্রার্থীর ছবি সংযুক্ত একটি ডিজিটাল ব্যানার  তুফানের  রাইস মিলে সামনে
টানানো হয়। রোববার সকালে স্থানীয় লোকজন দেখে ব্যানারটি  ছিন্নবিন্ন অবস্থায় মাটির সাথে মিশে আছে। এ নিয়ে এলাকায় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।  যেকোনো সময় প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটে যেতে পারে সংঘর্ষ।

এলাকার সচেতনমহল জানান, দেশের প্রধানমন্ত্রীর ছবি সংবলিত জাতীয় প্রতীকের ব্যানার যারা ছিঁড়ে মাটিতে ফেলে রেখেছে তারা কোনো ভাবেই আ.লীগ করতে পারে না। এদের বিচার হওয়া উচিৎ।