ডা. স্বাধীনের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দামুড়হুদায় একঘণ্টা কর্মবিরতি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজীব উদ্দিন স্বাধীনের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী কতিপয় বখাটেসহ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কালো ব্যাজ ধারনসহ একঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা ওই কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি শেষে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রফুল্ল কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আফজালুর রশীদ, মেডিকেল অফিসার ডা. লাইলা শামিমা শারমীন, ডা. শাকিলা নাজনিন রিংকু, ডা. ফারজানা হক লোটাস, ডা. হাসিনা ফেরদৌস মৌ, ডা. সোহরাব হোসেন, ডা. নাজমুল হোসেন, উপসহকারী মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান টিপন, ডা. এলিচ আক্তার, ডা. রোকনুজ্জামান প্রমূখ। বক্তারা ডা. স্বাধীনের ওপর হামলাকারীদের ধিক্কার জানান এবং অভিলম্বে গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২২ মার্চ সন্ধ্যায় মেহেরপুর গাংনী উপজেলা শহরে ডা. স্বাধীন ইভটিজিঙের প্রতিবাদ করায় কতিপয় যুবক তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। তারই প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।